ডিএস নিউজঃ
আল-আরাফা ব্যাংকের ৫৪৭জনকে আইনবহির্ভূত চাকুরিচ্যুত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। বাংলাদেশের ৬৪টি জেলার বিভিন্ন শাখায় কর্মরত ৫৪৭জন কর্মকর্তাকে বিনা নোটিশে অফিশিয়াল ইমেইলে বার্তা দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ চাকুরিচ্যিত করে।
বাংলাদেশ ব্যাংকের ২৫ জানুয়ারি ২০২২ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং-০৪ এর ৩.৬ ক্রমিকে নির্দেশনা প্রদান করা হয়েছে,অহেতুক অজুহাতে চাকুরিচ্যুত করার অভিযোগ করে উপস্থিত কর্মকর্তারা নিন্দা ও প্রতিবাদ জানায়। চাকুরিচ্যুত কর্মকর্তারা জানায় তাদের নেজ্য অধিকার ফিরে পেয়ে চাকুরীতে পূনবর্হাল করতে হবে। সেই সাথে সকলের ইনক্রিমেন্ট বহাল রাখার দাবী করেন।প্রবেশন পিরিয়ডে চাকুরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিয়ে যথাসময়ে কনফার্মেশন করতে হবে। চাকুরী পূনবর্হাল করার প্রাক্কালে কোনো পরিক্ষা নেওয়া যাবেনা। সবাইকে যথা সময়ে প্রমোশনের জন্য তালিকাভূক্ত করার কথা বলেন। সবাইকে অতীতের সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। ভবিস্যতে কর্মকর্তাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকার অনুরোধ জানায়।
Leave a Reply