🎬
বিনোদন প্রতিবেদক:
সিনেমা মুক্তি উপলক্ষে প্রচারণায় ঝলমলে আয়োজন, সংবাদ সম্মেলন, বিলবোর্ড কিংবা স্টার স্টাডেড ইভেন্ট— এসবই আজকাল সাধারণ ঘটনা। তবে এবার সবকিছু ছাপিয়ে এক অনন্য মানবিক উদাহরণ স্থাপন করেছেন ঢাকাই সিনেমার নায়ক রাসেল মিয়া।

গোয়ার সিনেমার নায়ক মানবিক রাসেল মিয়া অসহায়দের জন্য নিজ হাতে রান্না করছে
আগামী ১৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘গোয়ার’। ছবির প্রচারণার অংশ হিসেবে তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন ও মানবিক পথ। রাজধানীর এফডিসির প্রধান ফটকের সামনে তিনি নিজ হাতে রান্না করে তেজগাঁও, মগবাজার ও কারওয়ান বাজার এলাকার মানসিক ভারসাম্যহীন এবং অসহায় মানুষদের পেট ভরে খাওয়ানোর আয়োজন করেন।
এই দৃশ্য দেখতে তখন আশপাশে ভিড় জমায় পথচারী ও চলচ্চিত্রপ্রেমীরা।
নায়ক রাসেল মিয়ার মন্তব্য:
সিনেমা প্রচারের জন্য সাধারণত আমরা অনেক খরচ করি। কিন্তু আমি ভাবলাম, এই অর্থ যদি রাস্তায় থাকা ক্ষুধার্ত মানুষদের মুখে হাসি ফোটাতে ব্যবহার করা যায়, সেটাই হবে সবচেয়ে বড় প্রচারণা।
আমার প্রযোজক হেলেনা জাহাঙ্গীর আপাকে প্রস্তাবটি বলার পর তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে আমাকে উৎসাহ দিয়েছেন। ‘গোয়ার’ আসলে সেইসব মানুষের গল্প— যাদের জীবনে লড়াই ছাড়া কিছুই নেই।”

প্রযোজক হেলেনা জাহাঙ্গীরের মন্তব্য:
আমি সবসময় বিশ্বাস করি শিল্পীদের দায়িত্ব শুধু বিনোদন দেয়া নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাও থাকা উচিত। রাসেল যেভাবে মানবিক প্রচারণার উদ্যোগ নিয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই প্রচারণা অন্য শিল্পীদেরও ভাবাবে।”
পরিচালক রকিবুল আলম রকিবের মন্তব্য:
আমাদের ‘গোয়ার’ সিনেমার গল্পই সাধারণ মানুষের সংগ্রামের কাহিনি। তাই সিনেমার প্রচারণাও যদি সেই মানুষদের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে সেটাই প্রকৃত অর্থে সিনেমার সাফল্য। রাসেল মিয়া যা করেছেন, তা শুধু প্রচারণা নয়, সমাজের প্রতি এক ভালোবাসার বার্তা।

সিনেমা প্রেমিকদের প্রতিক্রিয়া:
চলচ্চিত্রপ্রেমী এসএম উজ্জ্বল হোসেন বলেন,এমন প্রচারণা আমরা আগে দেখিনি। রাসেল মিয়া সত্যিকারের নায়ক,শুধু পর্দায় নয়,বাস্তব জীবনেও।
আরেক সিনেমাপ্রেমী নুসরাত জাহান বলেন,
রাসেল মিয়া দেখিয়ে দিলেন, ভালো কাজ দিয়েও সিনেমা প্রচার করা যায়। এখন থেকে আমি তাঁর সিনেমা দেখতে আরও আগ্রহী।
সাধারণ মানুষের মন্তব্য:
রিকশাচালক আব্দুল করিম বলেন,নায়ক নিজে আমাদের খাইয়েছে— এটা ভাবতেও পারি নাই। আমরা তো কষ্টে থাকি, কেউ খোঁজ নেয় না। আজ রাসেল ভাই নিজের হাতে খাইয়েছে— আল্লাহ উনাকে ভালো রাখুক।
মানসিক ভারসাম্যহীন এক নারীকে খাবার দিতে দিতে রাসেল মিয়াকে ঘিরে দাঁড়ানো এক পথচারী বলেন,এমন দৃশ্য আজকাল দেখা যায় না। সিনেমার প্রচার যদি এমনভাবে হয়, তাহলে সেটা মানুষের হৃদয়ে পৌঁছাবে।
গোয়ার’সিনেমা সম্পর্কে:
রকিবুল আলম রকিব পরিচালিত ‘গোয়ার’ সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া, জলি, মিশা সওদাগর, মনজুর আলম, হেলেনা জাহাঙ্গীর, বর্দা মিঠু, ডেঞ্জার নাসিমসহ আরও অনেকে।
চলচ্চিত্রটি নির্মিত হয়েছে গার্মেন্টস শ্রমিক, কৃষক ও নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রামের বাস্তবচিত্র নিয়ে।
মুক্তির তারিখ:১৪ নভেম্বর ২০২৫
প্রযোজনা:জে এইচ মাল্টিমিডিয়া প্রোডাকশন
পরিচালনা:রকিবুল আলম রকিব
নায়ক:রাসেল মিয়া।
Leave a Reply