পাপন চৌধুরী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পৌর এলাকা এখন পানির নিচে ডুবে আছে। পৌর কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। পৌরসভার উর্ধতন কর্মকর্তারা বলছেন। পৌরসভার পানি নিষ্কাসন কাজ সহ সকল উন্নয়নমুলক কাজের দ্বায়দায়িত্ব হচ্ছে পৌরসভার সিভিল ইন্জিনিয়ার মুন্সি আবু জাফর এর উপর।
সে কোথায় কি কাজ করছে তার নিকট জানলে ভালো হয়। সেই বলতে পারবে।
নিয়মিত পৌরসভার ফান্ড থেকে আমরা টাকা খরচ করছি পৌরসভা উন্নয়নের জন্য। পৌরসভায় টাকার কোন সমস্যা আছে কি না জানতে চাইলে তিনি বলেন ফান্ডের কোন সমস্যা নেই।
এদিকে টিভি,পেপার পত্রিকায়, ফেসবুকে ঝিনাইদহ পৌরসভার অব্যবস্থাপনার কথা প্রচার হলেও কোন পদক্ষেপ নিচ্ছে না পৌরসভার সিভিল ইন্জিনিয়ার মুন্সি আবু জাফর। এ বিষয়ে মুন্সি আবু জাফরের ০১৭১১-৪৮৩১২০ নং মোবাইলে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন না। ঝিনাইদহ পৌরসভার শহরের বাহিরের পাড়া মহল্লায় গেলে দেখায় যায় কোনো কোনো খাম্বায় আলো জলে না।
এদিকে ঝিনাইদহ পৌরসভার কবরস্থান এখন সম্পুর্ন পানির নিচে তলিয়ে আছে। কোন লাশ কবর দেয়া যাচ্ছে না।
অথচ পৌর জনগন নিয়মিত পৌর ট্যাক্স, পানির বিল,বিদ্যুৎ বিল নিয়মিত দিচ্ছে।
এদিকে পৌরসভার কোন উন্নয়নমুলক কাজ না হলেও মুন্সি আবু জাফরের নতুন বাড়ির ৫ তলা পর্যন্ত ছাদ ঢালাই কম্পিলিট হয়েছে। (বাড়ির ছবি দেয়া হলো)
ঝিনাইদহ পৌরসভা কি কয়েকজনের নিকট জিম্মি অবস্থায় থাকবে নাকি কোন উন্নয়নমুলক কাজ হবে। তা ঝিনাইদহ পৌরসভার নগন্য নাগরিকরা জানতে চায়।
Leave a Reply