নিজস্ব প্রতিবেদক:
তামাক নিয়ন্ত্রণে সরকারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান আইন বাস্তবায়নের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে দীর্ঘদিন ধরে তামাক কোম্পানিগুলো এই আইন লঙ্ঘন করে সারাদেশে বিভিন্ন স্থানে বিজ্ঞাপন ও প্রচারণা চালিয়ে আসছে, যা সরকারের জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ১৫ অক্টোবর ২০২৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রগুলোতে বিজ্ঞাপন অপসারণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন। এসময় দোকান মালিক ও সাধারণ জনগণকে তামাক নিয়ন্ত্রণ আইন এবং আইন লঙ্ঘনের শাস্তি সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ ও দোকানে “নো-স্মোকিং” সাইনেজ লাগানো হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবা জেসমিন, এবং তামাক বিরোধী জোটের প্রতিনিধি কৃষ্ণা বসু, কানিজ ফাতেমা রুশি ও মো: শাওন মিয়া।
কার্যক্রমে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও ডাব্লিউবিবি ট্রাস্ট তথ্য ও কারিগরি সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন জানান,
তামাক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আমাদের লক্ষ্য হলো—জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
জনস্বাস্থ্য রক্ষায় এই উদ্যোগকে বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন।
Leave a Reply