নিজস্ব প্রতিবেদকঃ বিদেশি নাগরিকের ডলার চুরির দায়ে দুই জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তারা দুজনেই পেশাদার চোর বলে জানিয়েছে ওসি সাজ্জাদ রোমন।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট মিরপুর মডেল থানাধীন মিরপুর ১০ গোলচক্কর চায়না নাগরিক এর ব্যাগ থেকে টাকা ও ডলার চুরির ঘটনায় চায়না নাগরিক এর বন্ধু জিন্নাতুল হক জিনান (২৩) বাদী হয়ে মিরপুর মডেল থানায় এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন এর নেতৃত্বে মিরপুর থানা টিম সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই করে আসামী সনাক্ত করে এবং অভিযান পরিচালনা করে গত ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি হতে ঘটনার সাথে সরাসরি জড়িত সাব্বির হোসেন (১৯) কে গ্রেফতার করা হয়। তার নিকট হতে চুরি হওয়া টাকার মধ্যে নগদ পচিশ শত টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ২৭ আগস্ট মিরপুর ১০ নং এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত অপর আসামি মো: অন্তু হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়েছে। তার নিকট হতে চুরি হওয়া তিনশত ডলার উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃত দু’জনই পেশাদার চোর। তারা এলাকায় বিভিন্ন সময়ে বাসা-অফিস ও দোকান-পাটে চুরি করে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। অনেক ছিনতাই করেও বলে জানিয়েছে।
Leave a Reply