1. admin@durnitirsondhane.com : admin :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান বিশ্ব খাদ্য দিবস ২০২৫ পালিত। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণে সরকারের প্রশংসনীয় উদ্যোগ দুই জন্ম তারিখ নিয়ে শৈলকুপার আদিল উদ্দীন কলেজে চাকরী করছেন এক ল্যাব এসিস্ট্যান্ট অস্বাস্থ্যকর পণ্যের সারচার্যের অর্থ হেলথ প্রমোশনে ব্যয় করার আহ্বান কোম্পানির প্রভাবে তামাক চাষ বৃদ্ধি: বিডা ও কৃষি মন্ত্রণালয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ সাভার সরকারি কলেজ ছাত্রদলে অ-ছাত্রের নেতৃত্বে বিতর্ক আইন সংশোধন বিষয়ে তামাক কোম্পানির সাথে বৈঠক আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন:বক্তারা সাভারে ভূমিদস্যু ও অপকর্মের হোতা মেহেদী হাসান ও সুরুজ্জামান: নেপথ্যে সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু নওয়াপাড়ায় এলবি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা স্বাস্থ্যকর, নিরাপদ ও তামাকমুক্ত গণপরিবহণ নিশ্চিতে লিফলেট ক্যাম্পেইন

বিয়ের পিঁড়িতে টিভি অভিনেত্রী ‘ঊষশী’ অভিনয়কে বিদায়।

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

বিনোদন ডেস্কঃবিয়ের পিঁড়িতে টিভির ‘ঊষশী’, বিদায় জানাচ্ছেন অভিনয়কে
অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কলকাতার টিভি নাটকের জনপ্রিয় চরিত্র ‘ঊষশী’ খ্যাত রুশা আগামী ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন। খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁর ভক্তরা। অনেকের প্রশ্ন, পাত্র কে? রিপোর্ট বলছে অণুরণ রায় চৌধুরীকে বিয়ে করতে চলেছেন তিনি। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অণুরণ রায়চৌধুরী। চাকরিসূত্রে আমেরিকায় থাকেন রুশার হবু স্বামী। বিয়ে নিয়ে নাকি বেশ উৎসাহিত টেলি অভিনেত্রী। এক সপ্তাহের মধ্যেই বিয়ে। স্বাভাবিকভাবেই বর্তমানে প্রবল ব্যস্ত তিনি। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাঁর বাড়িতে।

বিয়ের দিন কিভাবে সাজতে চলেছেন? এক সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনে রুশা বলেন, ‘আমি বিয়েতে একটু অন্যভাবে সাজতে চাই।’ বেনারসি নয়, কাঞ্জিভরম পরে সঙ্গে সোনার গয়না পরবেন অভিনেত্রী। পায়ে আলতা পরবেন বলেও জানিয়েছেন রুশা।

জনপ্রিয় চরিত্র ‘ঊষশী’তে রুশো চট্টোপাধ্যায়
আজকাল ক্রস কালচারের যুগ। ফলে বাঙালি বিয়েতেও সংগীত, মেহেন্দির অনুষ্ঠান হয়। অনেকে আবার পাশ্চাত্যের রীতি মেনে ব্যাচেলরেটও করেন। তবে রুশা চট্টোপাধ্যায় কিন্তু খাঁটি বাঙালি মতে বিয়ে করতে চলেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আইবুড়ো ভাত, আলতা পরানোর অনুষ্ঠান হবে। তবে মেহেন্দি বা সংগীতের অনুষ্ঠান হবে না তাঁর বিয়েতে। বিয়ের মেন্যুতে নাকি বিরিয়ানি এবং কবিরাজি থাকছে। ওই দুটো খাবার খেতে ভালোবাসেন টেলি নায়িকা।

আগামী ২২ জানুয়ারি রুশার বিয়ের রিসেপশন বলেই জানা গেছে। ওই দিন অবশ্য শাড়ি পরছেন না তিনি। বরং গোলাপিরঙা লেহেঙ্গা পরবেন ওই অনুষ্ঠানে। জমিয়ে আনন্দ করার প্ল্যান আছে তাঁর। তবে বিয়ের পর কিন্তু আর কলকাতায় থাকছেন না অভিনেত্রী। বরং স্বামীর হাত ধরে আমেরিকায় পাড়ি দেবেন তিনি। জানা গেছে, ফেব্রুয়ারি মাসেই বিদেশে চলে যাচ্ছেন তিনি। এক সংবাদপত্রকে অভিনেত্রী জানিয়েছেন, হানিমুনের জন্য গ্রিস বা ইতালিতে যাবেন তিনি। দেশ ছাড়ছেন, তাই স্বাভাবিকভাবেই বাংলা বিনোদন জগৎকেও বিদায় জানাচ্ছেন রুশা।

প্রসঙ্গত, ২০০৯ সালে ওগো বধূ সুন্দরী সিরিয়ালে কাজ করেছিলেন রুশা চট্টোপাধ্যায়। ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে দেখা যায় তাঁকে। ওই সিরিয়ালের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। হয়ে ওঠেন সকলের প্রিয় ঊষশী। ২০১৬ সাল পর্যন্ত চলেছিল সিরিয়ালটির এরপর তোমার জন্য নামের একটি ধারাবাহিকে কাজ করেন। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত সাত ভাই চম্পা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে কাজ করেন রুশা। পাশাপাশি, শ্রীময়ী সিরিয়ালেও কাজ করছিলেন তিনি।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Durnitir Sondhane by Uzzal Hossain
Theme Customized By Theme Park BD