নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর মডেল থানা পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা,সুইচগিয়ার চাকু এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান জানিয়েছেন।
পুলিশ জানায়,ভিকটিম রাতিম ইবনে রহমান মিরপুর মডেল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। এর আগে ছিনতাইকালিন সময়ে পুলিশ মোঃ সাইফ আহমেদ (২৮) ও সিফাতুল হককে গ্রেফতার করে।
এসময় তাদের কাছে থেকে ধারালো সুইচগিয়ার চাকু, চারশত পঞ্চাশ টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ভিকটিম রাতিম জানায়, আমি একজন ছাত্র।১৮ সেপ্টেম্বর রাত অনুমান ৮ টার সময় আমি ও আমার বন্ধু নিলয় গোলদার শান্ত মিররপুর মডেল থানাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পূর্ব পাশে নাহার রোড এর মধ্যবর্তী স্থানে পাকা রাস্তার উপর দিয়ে হেটে যাওয়ার সময় আসামী মোটরসাইকেল যোগে আমাদের সামনে এসে ধারালো সুইচগিয়ার চাকু বের করে হত্যার ভয় দেখিয়ে আমার নিকট থাকা চারশত পঞ্চাশ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত পালানোর চেষ্টাকালে আমরা ডাক চিৎকার করি। তখন পাশেই অবস্থানরত মিরপুর থানার টহলরত পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আসামীদেরকে ধাওয়া করে আটক করেন। আসামীদেকে পুলিশ তল্লাশী করে আমার ছিনতাইকৃত মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে এবং ছিনতাইকাজে ব্যবহৃত সুইচগিয়ার ধারালো চাকু ও মোটরসাইকেল জব্দ করে।
ওসি মোঃ সাজ্জাদ রোমান জানান, গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী পেশাদার। তারা রাতে মিরপুরের বিভিন্ন জায়গায় ছিনতাই করে বলে জিজ্ঞাসাবাদে স্বিকার করেছে। তিনি আরো বলেন, আমরা মিরপুরে ছিনতাইকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।
Leave a Reply