1. admin@durnitirsondhane.com : admin :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

যশোরে অভয়নগরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৭ জন গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

উৎপল ঘোষ,যশোর প্রতিনিধি :
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় অভয়নগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা
অত্র থানার আওতায় বিভিন্ন এলাকা হতে জিআর- ১০জন, নিয়মিত মামলায় ৭ জন, সর্বমোট ১৭ জন আসামিদের গ্রেফতার করে বিচারের নিমিত্তে আজ ৯ এপ্রিল রবিবার ২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার পরোয়ানা-১০ জন,
নিয়মিত মামলায়- ০৭ জনসহ উদ্ধার- ৪৫ পিচ ইয়াবা।
১।জিআর-৯১/১৯ মোঃ সজিব মোল্যা, পিতা- বাবু মোল্যা, সাং- বুইকারা, থানা- অভয়নগর, জেলা -যশোর
২।জিআর- ৩০৫/২১ মোঃ মাসুদ মোল্যা, পিতা- নুর ইসলাম, সাং- বুইকারা,থানা- অভয়নগর, জেলা -যশোর ৩। জিআর- ১২৩৩/১৫ মোঃ রবিউল ইসলাম, পিতা- রুহুল আমিন, সাং- বুইকারা,থানা- অভয়নগর, জেলা -যশোর ৪। জিআর-৩২/১৯ মোঃ জাহাঙ্গীর, পিতা- মৃত শাহজাহান, সাং- চলিশিয়া, থানা- অভয়নগর, জেলা -যশোর ৫। জিআর-১০৮/১৭ চন্দ্র শেখর মল্লিক, পিতা- মৃত কৃষ্ণপদ মল্লিক, সাং- দত্তগাতি,থানা- অভয়নগর, জেলা -যশোর ৬। এসসি- ৮২৬/১৪ আঃ মালেক বিশ্বাস, পিতা- মৃত ইব্রাহিম বিশ্বাস, সাং- দিঘলীয়া, থানা- অভয়নগর, জেলা -যশোর ৭। জিআর- ৬৬/১২ মোঃ আলমগীর হোসেন, পিতা- মৃত আলী খা, সাং- মহাকাল, থানা- অভয়নগর, জেলা -যশোর
৮।জিআর-১৫৬/২০ মোঃ হেকমত শেখ, পিতা- খোকা শেখ, সাং- গোপিনাথপুর, থানা- অভয়নগর, জেলা -যশোর
৯। জিআর-১৫২/২২ মোঃ সাইফুল ইসলাম, পিতা- করিম শেখ, সাং- বিভাগদি, থানা- অভয়নগর, জেলা -যশোর
জিআর- ৫৬/১৫ ১০।মোঃ নাজিম শেখ, পিতা- মজিদ শেখ, সাং- সিংগাড়ী,থানা- অভয়নগর, জেলা -যশোর।
১১।মোঃ ইমাম হোসেন(২৫), পিতা-মোঃ নুরু আকন, গ্রাম- সাভার পাড়া, থানা- অভয়নগর, জেলা -যশোর,
১২।মোঃ হাসান শেখ(২৪), পিতা-মজিবর শেখ @ আজিবর শেখ, সাং- রাজঘাট (মোয়াল্লেম তলা), থানা- অভয়নগর, জেলা -যশোর। ১৩। সুজয় বৈরাগী(১৯), পিতা-রবিন বৈরাগী, সাং- বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর,১৪।মহানন্দ রায়(২০), পিতা-জগদীশ রায়, সাং- বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর, ১৫। জয় বিশ্বাস(১৯), পিতা-ভাষান বিশ্বাস, সাং-বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর,
১৬। দ্বীপ রায় (১৮), পিতা-দেবানন্দ রায়, সাং- বারান্দী (রাজবংশীপাড়া), থানা- অভয়নগর, জেলা -যশোর
১৭। মোঃ তাজু মোল্যা(২৪), পিতা-মৃত আব্দুর রশিদ মোল্যা, সাং- নওয়াপাড়া (তরফদার পাড়া) , থানা- অভয়নগর, জেলা -যশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Durnitirsondhane
Theme Customized By Theme Park BD