বাংলাদেশি কিশোরীর কৃতিত্বে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল,,
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা বড়বাড়ির মেয়ে মুমতাহিনা করিম মীম উচ্চশিক্ষায় বিদেশগমন স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চশিক্ষার আমন্ত্রণ পেয়েছেন। বৃত্তির পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হেনড্রিক্স কলেজ থেকে তিনি অর্জন করেছেন আন্তর্জাতিকভাবে সম্মানিত ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’, যা একটি ফুল-রাইড স্কলারশিপ। প্রতি বছর বিশ্বজুড়ে মাত্র চারজন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। এবারে যুক্তরাষ্ট্রের বাইরের একমাত্র নির্বাচিত শিক্ষার্থী হচ্ছেন বাংলাদেশের মীম।
তিনি হেনড্রিক্স কলেজে কম্পিউটার সায়েন্স (ডুয়েল ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রামে স্নাতক সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। ৫ আগস্ট তার যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা রয়েছে।
ছোটবেলা থেকেই প্রযুক্তি ও উদ্ভাবনে আগ্রহী ছিলেন মীম। সপ্তম শ্রেণিতে নিজের হাতে একটি ওয়েবসাইট বানান, নবম শ্রেণিতে গঠন করেন ৬৫ সদস্যের প্রোগ্রামিং ক্লাব। করোনা মহামারির সময় ঘরে বসেই তৈরি করেন একটি মিনি রোবটিক্স ল্যাব এবং নির্মাণ করেন ‘কিবো’ নামের একটি রোবট, যা খাবার পরিবেশন করতে পারে।
তিনি চট্টগ্রামের অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
তার এই অর্জনে ১ আগস্ট শুক্রবার বিকেলে নিজ গ্রাম সরফভাটা বড়বাড়িতে এক সংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “মীমের এই সাফল্য শুধু সরফভাটা নয়, গোটা বাংলাদেশের জন্যই গর্বের।”
নিজ অনুভূতি জানিয়ে মীম বলেন,
“সহশিক্ষা কার্যক্রম আমার পরিচয়ের বড় অংশ। বিতর্ক, চিত্রাঙ্কন, গান, বিজ্ঞান মেলা—সবখানেই সক্রিয় থেকেছি। এসব থেকেই অনুপ্রেরণা পেয়েছি। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ছিল, সেটার জন্য ধাপে ধাপে নিজেকে তৈরি করেছি। মা-বাবা ও শিক্ষকদের সহায়তায় আজ এই জায়গায় পৌঁছেছি।”
Al Haram Times
Leave a Reply