বিশেষ প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার সরকারি সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে অবশেষে অপসারণ করা হয়েছে আগ্রাসী প্রজাতির আকাশমনি গাছের চারা।
এই পদক্ষেপ আসে দৈনিক বিডি খবর পত্রিকায় (নিষিদ্ধের ছয় মাস পরেও সরকারি নার্সারিতে আকাশমনির চারা বিক্রি চলছে দেদারসে)শিরোনামের সংবাদ প্রকাশের পর।
বুধবার(২২অক্টোবর)সকালে সরেজমিনে দেখা যায় নার্সারির কর্মীরা সেখানে থাকা আকাশমনি গাছের চারা অপসারণে ব্যস্ত নার্সারী কর্তৃপক্ষ।
উল্লেখ্য,পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সরকার গত ১৫ মে ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপন জারি করে। এতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়,আগ্রাসী প্রজাতির এসব গাছের পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশ দেওয়া হয়।
অভয়নগর উপজেলা বন কর্মকর্তা সমিরন বিশ্বাসের কাছে আকাশমনি গাছ অপসারণ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে নার্সারির এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন উপর মহলের নির্দেশে আমরা আজ সকালে আকাশমনি চারাগুলো অপসারণ শুরু করেছি। আগে বিক্রির অনুমতি ছিল, কিন্তু এখন নতুন নির্দেশ এসেছে নিষিদ্ধ গাছ না রাখার জন্য।
সাংবাদিকদের মন্তব্য:
স্থানীয় সাংবাদিকরা মনে করেন, সরকারের পরিবেশবান্ধব সিদ্ধান্ত বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা এ ঘটনায় আবারও প্রমাণিত হলো। সাংবাদিক রবিউল ইসলাম বলেন,
মিডিয়ার দায়িত্বশীল প্রতিবেদন সরকারের নীতিমালা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে পারে। আমরা চাই পরিবেশের ক্ষতিকর এসব আগ্রাসী গাছের পরিবর্তে দেশীয় গাছের প্রসার ঘটুক।”
নার্সারির এক কর্মকর্তা জানান,
আমাদের কারও উদ্দেশ্য আইন ভঙ্গ করা ছিল না। আগের চারা মজুত ছিল, তাই বিক্রি চলছিল। এখন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সব চারাই সরিয়ে ফেলছি।”
সাধারণ মানুষের প্রতিক্রিয়া:
স্থানীয় বাসিন্দা শেখ শাহিদুল ইসলাম বলেন,আকাশমনি গাছ মাটি নষ্ট করে দেয়, জমিতে ফসল হয় না। সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তবে প্রয়োগে আরও কঠোর হওয়া দরকার।”
আরেক বাসিন্দা মমতাজ বেগম বলেন,দেশীয় ফলজ গাছ লাগানো হলে আমরা যেমন ফল পাব, তেমনি পরিবেশও বাঁচবে।
পরিবেশবিদদের মতে,আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ দ্রুত বেড়ে ওঠে ঠিকই, কিন্তু এরা মাটির উর্বরতা ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। তাই এই পদক্ষেপ দেশের টেকসই পরিবেশ সংরক্ষণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
Leave a Reply