দিলশান আরা অনিমা:
ঢাকা জেলার সাভারে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন—সাভার পৌরসভার মজিদপুর ছোট বলি মেহের এলাকার মৃত জজ মিয়ার ছেলে শহিদ মিয়া (৪২) এবং একই এলাকার মৃত দেরু মিস্ত্রীর ছেলে লিটন (৪২)।
ওসি জালাল উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মজিদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শহিদ মিয়া ও লিটন স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শহিদ মিয়ার বিরুদ্ধে অন্তত ৬টি এবং লিটনের বিরুদ্ধে ৩টি মাদক মামলা দায়ের রয়েছে, যেগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ ও ২০১৮ সালের বিভিন্ন ধারায় রুজু করা হয়।
ওসি (ডিবি উত্তর) জালাল উদ্দিন বলেন,মাদক নির্মূলে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
Leave a Reply