রাজধানীর হাতিরঝিলে পরিদর্শনে গিয়ে যানজট নিরসনে ও উল্টো পথে আসা যানবাহন নিয়ন্ত্রণ করলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।
মঙ্গলবার, সকাল সাড়ে ৮টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন হাতিরঝিল এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান।
হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসাবে গড়ে তোলার জন্য রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকায় অবৈধভাবে পার্ক করা গাড়ির জন্য সৃষ্ট যানজটের কারণে অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
রাজধানী/হাতিরঝিল
Leave a Reply