ডিএস নিউজঃ
অভয়নগরে জনি-মফিজ চক্রের তাণ্ডব! ব্যবসায়ীকে অপহরণ করে দুই দফায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!
বন্দুক ঠেকিয়ে জিম্মি, বালু চাপা দেওয়ার হুমকি, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর – প্রশাসনের নাকের ডগায় ‘জনি-মফিজ চক্র’র ভয়াবহ অপারেশন!
যশোরের অভয়নগরে অস্ত্রের মুখে জিম্মি করে নওয়াপাড়া স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান জাফ্রিদী এন্টার প্রাইজের মালিক শাহনেওয়াজ কবীর টিপু’র কাছ থেকে দুই দফায় ৪কোটি টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত ৩০জুলাই অভয়নগর থানা ও ৩১ জুলাই অভয়নগর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী মোছাঃ আসমা খাতুন।
অভিযোগের বর্ণনায় জানা যায়,
গত ২সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ সকালে ১০ টায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে সুকৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির পদস্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যায় সৈকত হোসেন হিরা নামের এক ব্যক্তি। এসময় আসাদুজ্জামান জনি বাদীর স্বামীকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করলে বাদি সাউথ বাংলা ব্যাংক থেকে আসাদুজ্জামান জনির নিজ প্রতিষ্ঠানের একাউন্টে
২ কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) করেন। টাকা পেয়ে ওইদিন ব্যবসায়ী টিপুকে ছেড়ে দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯ টার দিকে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপু গ্রামের বাড়ি চলিশিয়া থেকে মটরসাইকেল যোগে বাজারে আসছিলেন পতিমধ্যে হাসপাতাল গেট পার হলে সৈকত হোসেন হিরা তার গতিরোধ করেন এরপর বেলা ৩টা পর্যন্ত তার মুঠোফোনটা বন্ধ পাওয়া যায়। পরে ভুক্তভোগীর পরিবার জানতে পারে তাকে আসাদুজ্জামান জনির কনা ইকো পার্কে নিয়ে যাওয়া হয়েছে।এসময় বাদি সেখানে গেলে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন,ও নওয়াপাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাদিকে মারধর করে এবং বুক অব্দি গর্ত খুরে বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করে। এসময় ব্যবসায়ী টিপু বাধ্য হয়ে
তার ম্যানেজারকে ফোন করে টাকা দিতে বললে ম্যানেজারকে
মফিজ এন্টার প্রাইজের পুবালী ব্যাংক থেকে ৬৮ লক্ষ ও সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লক্ষ টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) করে। এসময় মফিজ আরও ১কোটি টাকার চেক আদায় করে জনির নামে ক্রয়কৃত ৩টি ও দিলিপ শাহার নামে ক্রয়কৃত ৩টি মোট ৬টি ১০০ টাকার ফাঁকা স্টাম্পে সাক্ষর নিয়ে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দেয়।
Leave a Reply