জামিল উদ্দিন সজিবঃ
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান গুলশান ক্লাব গর্বের সঙ্গে আয়োজন করছে সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫। আধুনিক সুযোগ সুবিধা ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে গুলশান ক্লাবের দীর্ঘদিনের ধারাবাহিক এ আয়োজন সাফল্যের ধারা অব্যাহত রেখে সুদৃঢ় করছে।
আয়োজকেরা জানায় এবারের টুর্নামেন্টে দেশের ২১টি ক্লাবের মোট ১১৯জন খেলোয়াড় অংশ নিবেন।
যা গুলশান ক্লাবের তত্ত্বাবধানে পরিচালিত, এই আয়োজন ব্যাপক জনপ্রিয়তা প্রতিফলিত করবে বলে আয়োজকদের বিশ্বাস। এই উপলক্ষে ১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৩:৩০ মিনিটে গুলশান ক্লাবের ‘ল্যাম্বডা হল’-এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়।
উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জনাব এম.এ.কাদের(অনু)প্রেসিডেন্ট, গুলশান ক্লাব লিমিটেড। জনাব আজিজ আল মাসুদ ব্যবস্থাপনা পরিচালক, পার্টেক্স গ্রুপ ও সহ-সভাপতি,বিবিএসএফ।
জনাব তাজবীর সালেহিন সহ-সভাপতি, বিলিয়ার্ডস ও মুকার ফেডারেশন।
জনাব সুলতান মঈন আহমেদ রবিন টুর্নামেন্ট ডিরেক্টর ও যুগ্ম-সাধারণ সম্পাদক,বিবিএসএফ।জনাব মেহাদি হাসান ডিরেক্টর(এডমিন),গুলশান ক্লাব লিমিটেড। জনাব মেহেদি মালেক সাজিব ডিরেক্টর (স্পোর্টস),গুলশান ক্লাব লিমিটেড। ইঞ্জি. মো.মেহেদি হাসান ডিরেক্টর (মেইনটেন্যান্স),গুলশান ক্লাব লিমিটেড। সিক্স রেড সুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর মাধ্যমে গুলশান ক্লাব আবারও ক্রীড়া উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আতিথেয়তা এবং কমিউনিটি সম্পৃক্ততায় নতুন মানদণ্ড স্থাপন করেছে। ক্লাব প্রতিভা বিকাশ এবং ক্রীড়াসুলভ মনোভাবকে উৎসাহিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
ক্লাব কর্তৃপক্ষ আন্তরিক ভাবে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান,ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দকে তাঁদের উদার পৃষ্ঠপোষকতা এবং দেশের খেলাধুলার উন্নয়নে ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানায়।
সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ ২০২৫ গুলশান ক্লাবের ক্রীড়া উৎকর্ষের প্রতি ধারাবাহিক ভাবে অবিচল রাখার প্রতিশ্রুতি এবং একটি প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা সহ আরও ক্রমান্বয়ে এগিয়ে নিবেন বলে আয়োজকরা জানায়।
Leave a Reply