ঢাকা, ১৮সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।
জামায়াতের নেতারা সমাবেশে তাদের পাঁচ দফা দাবির বিস্তারিত তুলে ধরেন।
দাবিগুলো হলো—
১. জুলাই সনদ আইনী ভিত্তি প্রতিষ্ঠা।
২. নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা ও সচ্চ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠা করা।
৩. পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা।
৪. জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা ।
৫. আঃমীলীগের দোসর ১৪ দলকে নিষিদ্ধ করা।
সমাবেশে নেতাদের বক্তব্য
বক্তারা অভিযোগ করে বলেন,জুলাই সনদ বাস্তবায়নে বাধাঁ, বিচার ব্যবস্থা অকার্যকর করা সহ দেশে বর্তমানে আমলাতান্ত্রিক একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি দমন করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এছাড়া স্বেরাচার আমলের মত গায়েবী মামলা ও গ্রেফতার চলমান রয়েছে।বক্তারা বলেন একটি দলের আচরনে অন্তরবর্তী সরকারের সংস্কার কাজে মতবিরোধ সৃষ্টি করে বিঘ্নিত করার চেষ্টায় রয়েছে । বক্তারা আরো বলেন গত ১৬ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিলো, সেই অবস্থা দেখতে চাইনা, মানুষের ভোগান্তির অবসান চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে দিশেহারা করে তুলেছে। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না। এই অবস্থায় পাঁচ দফা দাবি বাস্তবায়নই আজ জাতির প্রধান দাবি।”
বিক্ষোভ মিছিল
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
বিক্ষোভকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায়। পুলিশ ও র্যাবসহ বিভিন্ন বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয়। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা
জামায়াতের নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণার কথাও সমাবেশ থেকে জানানো হয়।
Leave a Reply