1. admin@durnitirsondhane.com : admin :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভার সরকারি কলেজ ছাত্রদলে অ-ছাত্রের নেতৃত্বে বিতর্ক আইন সংশোধন বিষয়ে তামাক কোম্পানির সাথে বৈঠক আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন:বক্তারা সাভারে ভূমিদস্যু ও অপকর্মের হোতা মেহেদী হাসান ও সুরুজ্জামান: নেপথ্যে সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু নওয়াপাড়ায় এলবি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মানবসেবায় নিবেদিত এক আলোকবর্তিকা স্বাস্থ্যকর, নিরাপদ ও তামাকমুক্ত গণপরিবহণ নিশ্চিতে লিফলেট ক্যাম্পেইন মানবিক পুলিশ অফিসার কাজী ওয়াজেদ আলী–দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত যশোর ট্রাক–ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন-২০২৫ অনিয়মের জালে জর্জরিত বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়: শিক্ষার মান অবনতির শঙ্কা ডেমরা মাতুয়াইল ভূমি অফিসে ঘুষ–দুর্নীতির মহোৎসব শিকড়ের খোঁজে প্রবাসী জাহাঙ্গীর আলম জনি

যশোর ট্রাক–ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন-২০২৫

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত
মটর শ্রমিক ইউনিয়নের সদ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

যশোর ট্রাক–ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন:
উন্নয়ন ও সুযোগ-সুবিধার প্রত্যাশা

এসএম উজ্জ্বল হোসেন
অভয়নগরে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।মোট ৮১৯৯ জন ভোটারের মধ্যে ৬১৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সারা রাত ভোটগণনা শেষে শনিবার সকাল ১০টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
মোট ভোটার সংখ্যা ছিল ৮ হাজার ১৯৯ জন। এর মধ্যে ৬ হাজার ১৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ৩৫টি পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অবশিষ্ট ২৯ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ফলাফল

সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল হোসেন (চশমা প্রতীক) কার্যকরী সভাপতি হয়েছেন মোঃ আমিন মোল্লা (কলস প্রতীক) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়াউর রহমান মোল্লা (তরবারি প্রতীক)। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন ও ফারুক শেখ, সহ-সভাপতি ও সহ-সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি মোঃ রবিউল হোসেন(চশমা)প্রতিকে ৪৭২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম রফিকুজ্জামান টুলু (ঈগল) প্রতিকে-১২৮২ ভোটপেয়ে অকৃতকার্য হয়েছেন।বাতিল ভোট: ১৮১।
কার্যকরী সভাপতি মোঃ আমিন মোল্লা (কলস) – ৩৩৯৪ ভোট,প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান (টায়ার)-২৪০৩ ভোট,বাতিল ভোট: ৩১৪

সহ-সভাপতি (৫ জন নির্বাচিত)
এইচ এম মহসিন (টুপি) – ৩৭৩৫,মোঃ বাকীউজ্জামান রানা (ডাব) – ৩০১১,মাহামুদ কবির (টিউবওয়েল)-২৯৪৫,মোঃ আবুল কাশেম (চাঁদ) – ২৮২১,মোঃ বিল্লাল হাওলাদার (জগ) – ২৭৩৭,বাতিল ভোট: ১৪৮।
সাধারণ সম্পাদক
মোঃ জিয়াউর রহমান (তরবারি)-২১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হোন। প্রতিদ্বন্দ্বী মোঃ রাজু আহম্মেদ (প্রজাপতি)-২০২৬ ভোট পেয়ে অনির্বাচিত হোন, বাতিল ভোট সংখ্যা ১৯৭

যুগ্ম সাধারণ সম্পাদক

রুহুল আমিন পাটোয়ারী (মোটরসাইকেল)-২৭২১,মোঃ ফারুক শেখ (রুই মাছ)-২৭১২,বাতিল ভোট: ৭০,
সহ-সাধারণ সম্পাদক (৫ জন নির্বাচিত)
মোঃ আসাদুল ইসলাম লিটন (বেবি টেক্সি)-২৯৮৫,মোঃ সম্রাট হোসেন বাবু (টেবিল ল্যাম্প)-২৯২৪,মোঃ মিজানুর রহমান (কেটলি)-২৭০৩,মোঃ সোহরাব গাজী (হরিণ)-২৫৫৯,মোঃ নুর শেখ (দোয়েল পাখি)-২৪৮৮,বাতিল ভোট: ১২৯।

অন্যান্য পদ

সাংগঠনিক সম্পাদক: মানিক হোসেন (দোয়াতকলম)-বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুর রশিদ মনা (প্রাইভেটকার)-বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,কোষাধ্যক্ষ: আবুল কালাম আকন (ফুটবল)-বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।আইন সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল হাকিম (টেবিল ফ্যান)-৪০০৮,প্রতিদ্বন্দ্বী মোঃ ইকরাম হোসেন (ঘুড়ি)-১৫০৭,বাতিল ভোট: ৪০৪,প্রচার সম্পাদক: বাদশা সরদার (হাঁস)-বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,দপ্তর সম্পাদক: রেজাউল হোসেন রানা (আপেল) – বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক: লিটন মোল্লা (কাপ-পিরিচ)- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত,ক্রীড়া সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম (ব্যাট- বল)-৩২১২,প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম (স্টিয়ারিং হুইল)-২২৮০,বাতিল ভোট: ৩৮০
লাইন সম্পাদক: মোঃ বাবু শেখ (মোরগ) – ৩৪১২,প্রতিদ্বন্দ্বী মামুনুর রহমান (বাস) – ২৬৩৪,বাতিল ভোট: ২২৮

কার্যনির্বাহী সদস্য (১০ জন নির্বাচিত)
আশরাফ গাজী (মাইক) – ২২৩৬,ফারুক হোসেন বাঘা (বক) – ২১৯৪,মনির শিকদার (টেবিল ঘড়ি) – ২০৩৪,রিজাউল শেখ (সেলাই রেঞ্জ) – ২০২৪,আরিফুল ইসলাম (ঘোড়া) – ১৯৪৯,বাবুল ইসলাম (রেলগাড়ি) – ১৯৪৮,কামাল হোসেন মিলন (মোবাইল ফোন) – ১৮৯১,মোহাম্মাদ মজুমদার (একতারা) – ১৮৭০,মাহাবুব হোসেন মোল্লা (তালা) – ১৮৬৭,সুমন রশিদ খান (ট্রাক) – ১৮১৬

নির্বাচনের গুরুত্ব
শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতারা জানিয়েছেন,চালকদের ন্যায্য অধিকার রক্ষা,দুর্ঘটনা বিমা ও চিকিৎসা সুবিধা,সড়কে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে উদ্যোগ,বিশ্রামাগার ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ,শ্রমিক কল্যাণ তহবিলকে শক্তিশালীকরণ হবে তাদের মূল অঙ্গীকার।
শ্রমিক ইউনিয়নের মতামত
নির্বাচিত নেতৃত্বরা জানান, এ বিজয় শ্রমিকদের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। তারা শ্রমিকদের নিরাপত্তা, কাজের পরিবেশ, এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
নিরাপত্তা: মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি ও হয়রানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন নেতৃত্ব।সুবিধা বৃদ্ধি: দীর্ঘ ভ্রমণে চালকদের জন্য বিশ্রামাগার, চিকিৎসা সহায়তা এবং দুর্ঘটনা বিমা চালুর পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ: দক্ষ চালক তৈরির জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনেরও উদ্যোগ নেবে ইউনিয়ন।শ্রমিক কল্যাণ তহবিল: দুর্ঘটনা বা অসুস্থতায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য জরুরি সহায়তা তহবিলকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।
উন্নয়নের সুযোগ-সুবিধা

ভোটাররা বলেন
শ্রমিক ইউনিয়নের সদস্যরা আশা প্রকাশ করেছেন যে নতুন নেতৃত্ব
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করবে,পেশাজীবী চালকদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করবে,ইউনিয়ন অফিসে আধুনিক সেবা প্রদান নিশ্চিত করবে,শ্রমিক পরিবারের শিক্ষাসহ সমাজকল্যাণমূলক কার্যক্রম হাতে নেবে।

ভোটারদের প্রতিক্রিয়া
ভোটাররা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়ায় তারা সন্তুষ্ট। তাদের প্রত্যাশা, নির্বাচিত নেতারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে শ্রমিকদের স্বার্থে কাজ করবেন। সদ্য নির্বাচিত সভাপতি পূর্বেও একই মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন কিন্তু পূর্বের চেয়ে এবারের দায়িত্ব পালন হবে চ্যালেঞ্জিং।শ্রমিকদের স্বার্থে শতভাগ নিবেদিত হয়ে কাজ করবেন বলে জানায় এবারের নির্বাচিতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Durnitir Sondhane by Uzzal Hossain
Theme Customized By Theme Park BD