অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাহউদ্দীন দিপু’র সাথে অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর প্রেসক্লাবের সভাপতি মোঃ রিপানুর ইসলাম রিপন এর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম বাপ্পি, সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবার সম্রাট, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন, আইসিটি সম্পাদক ইমরান হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মফিজুর রহমান শেখ, নির্বাহী সদস্য মো. কামরুল ইসলাম, শেখ ফরিদ হোসেন, শামসুর রহমান মন্টু, মো. মোজাফফর হোসেন ও রিফাত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও শেখ সালাউদ্দীন দিপু অভয়নগর উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তার দাপ্তরিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। জনগণের কল্যাণে কাজ করতে হলে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় সবচেয়ে জরুরি।”
তিনি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান এবং উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply