ডিএস নিউজ:খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শেখ নজরুল ইসলাম(খবর সংযোগ)ও সাধারণ সম্পাদক পদে রিজভী নেওয়াজ(চ্যানেল আই) নির্বাচিত হয়েছেন।
কেডিজেএফ সভাপতি নজরুল, সম্পাদক রিজভী
সহ-সভাপতি মো:বদিউজ্জামান (দৈনিক ভোরের আকাশ), সেলিনা শিউলি (বাংলাদেশ সংবাদ সংস্থা)যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ মুয়াজ(দৈনিক খোলা কাগজ) মো. আরিফুজ্জামান মামুন (দৈনিক আমাদের সময়)কোষাধ্যক্ষ পদে -শাহনেওয়াজ খান সুমন(দৈনিক কালবেলা) সাংগঠনিক সম্পাদক পদে রোজিনা রোজী (সময় টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে নাসির আহমাদ রাসেল(ইন্ডিয়া টুডে), কল্যাণ সম্পাদক পদে আলিউল আজীম রাজু(পার্লামেন্ট ওয়াচ),প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো: হাবিবুর রহমান (এখন টেলিভিশন),ক্রীড়া সম্পাদক- মো: মনিরুল ইসলাম,(মোহনা টেলিভিশন) সাংস্কৃতিক সম্পাদক পদে আবু আব্দুল্লাহ আল শাফী (কলকাতা টিভি) নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নেত্রীবৃন্দের সাংগঠনিক কর্মতৎপরতায় এগিয়ে যাক খুলনা বিভাগ সাংবাদিক ফোরামের সকল কার্যক্রম।খুলনাবাসির পক্ষ থেকে নির্বাচিত সকলকে অভিনন্দন।
ডিএস নিউজ ২৮/০১/২০২৩
Leave a Reply