উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার)যশোর: লার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এ কে এম শামীম হাসান মহোদয়ের নেতৃত্বে অভয়নগর থানার অফিসার ফোর্স থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে জিআর- ০৯ জন, সিআর- ০২ জন, জিআর সাজা-০১ জন, সিআর সাজা-০১ জন, নিয়মিত মামলায় ০১ জন, সর্বমোট ১৪ জন আসামীদের গ্রেপ্তার।আসামিরা হলো:
মহাকাল গ্রামের নুরমহমদ এর পুত্র নাসির শেখ।আমডাঙ্গা গ্রামের আকবর আলী মোড়লের পুত্র নাসির উদ্দিন ও নাসির উদ্দিনের মনোয়ারা বেগম।আমডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের কণ্যা রানু বেগম। জাফরপুর গ্রামের এনায়েত শেখের পুত্র হৃদয় শেখ।গোয়াখোলা গ্রামের শরীফের স্ত্রী রোজিনা বেগম।ন,পাড়ার মৃত দুলালের পূত্র আলামিন ফরাজি।তালতলা এলাকার কুদ্দুসের পুত্র রাজিব।সিরাজকাঠি গ্রামের আবুল হোসেনের পুত্র আলমগীর।ভৈরব উত্তর-পূর্ব জনপদের ০৭নং শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামের আফসার আকুঞ্জির পুত্র রফিক।ধুলগ্রামের হারেজ মোল্লার পুত্র রুহুল আমীন,গোপীনাথপুর গ্রামের গোলাম মুন্মির পুত্র এরশাদ আলী।ধোপাদী গ্রামের ইজ্জত আলীর মেয়ে মিনা বেগম ও বূইকারা ড্রাইভারপাড়ার হারুন -রশিদের পুত্র নাইমুর রহমান এবং জিসান আহমেদ জয়।গতকাল আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Wow, marvelous blog layout! How long have you ever been running a blog for?
you make running a blog glance easy. The full look of your website is great,
let alone the content material! You can see similar here najlepszy sklep
Thank you for my site visit